নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও গ্রামে কিশোরী অপহৃত হয়েছে। এ ব্যাপারে কিশোরীর পিতা ওই গ্রামের আরব আলী বাদী হয়ে ৫জনের নাম উলেখ করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ দায়ের করেছেন। অপহৃত কিশোরীর নাম জুলেখা বেগম। যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন-একই গ্রামের কাদির উলার ছেলে আবিদুর রহমান, একই গ্রামের জায়ফর উলার ছেলে আব্দুন নুর ও মৃত রমিজ উলার ছেলে কাদির উলা এবং পার্শ্ববর্তী কালিয়ারভাঙ্গা গ্রামের রেজান উলার ছেলে কলিম মিয়া ও মন্নাফ উলার ছেলে শাহ আলম।
অভিযোগে বাদী উলেখ করেন, তার মেয়ে ভিকটিম জুলেখা বেগমকে ১নং আসামী আবিদুর রহমান প্রায়ই ইশারা ইঙ্গিত এবং খারাপ কাজের প্রস্তাব দিত। বিষয়টি জুলেখা বেগম তার পিতাকে অবগত করার পর তিনি আবিদুরের পিতাকে জানান। এতে করে আবিদুর রহমান আরো হিংস্র হয়ে উঠে। গত ১১ ফেব্র“য়ারী রাত সাড়ে ১১ টার দিকে উলেখিত আসামীরা আরব আলীর ঘরে ঢুকে তার মেয়ে জুলেখা বেগমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
অভিযোগে উলেখ করা হয়, জুলেখা বেগমকে অপহরণ করে ২নং আসামী আব্দুন নুরের বাড়িতে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে জুলেখার পিতা আরব আলী আব্দুন নুরের বাড়িতে গিয়ে তার মেয়ে সম্পর্কে জানতে চান। এ সময় আরব আলীকে তারা ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তিনি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। ঘটনার ৪দিন অতিবাহিত হলেও কিশোরীটি আটক রয়েছে বলে জানান পিতা আরব আলী।