স্টাফ রিপোর্টার \ ইংরেজী দৈনিক দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত সুলতানার আদালতে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বেনু বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
পরে শুনানী শেষে বিচারক মামলাটি গ্রহন করে সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়ে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ১৮ এপ্রিল। শুনানীতে আওয়ামীলীগের দলীয় আইনজীবীরা অংশগ্রহণ করেন। বাদীপক্ষের আইনজীবি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন