কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে এক নিরীহ কৃষককে হাওরে একা পেয়ে বেদরধ মারপিঠ করে কচুরীপানার নিচে পুতে রাখা হয়। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কৃষক কুদ্দুস মিয়া (৬০) পাশের হাওরে কাজ করতে গেলে পূর্ব শত্র“তার জের ধরে পাশের গ্রামের মতৃ কাদির মিয়ার ছেলে দুলন মিয়া, কাছা মিয়া, ফুল মিয়া, নুর হুসেন মিয়া মিলে কৃষক কুদ্দুস মিয়াকে বেরধরক মারপিঠ করে মৃত ভেবে কচুরীপানার নিচে পুতে রাখে। কৃষক কুদ্দুছ মিয়া হাওর থেকে বাড়ি না পেরায় তার পরিবারে লোক সহ গ্রামের লোকজন স্থানীয় হাওরে খুজঁতে গেলে কোনো সারাশব্দ না পেয়ে তার মোবাইল ফোনে ফোন দিলে কচুরীপানার নিচে মোবাইলের রিং টোন বেজেঁ ওঠে। তাৎক্ষিনক অবস্থায় কচুরীপানার নিচ থেকে তাকে উদ্ধার করে পরিবারের ও আশপাশের লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে এ ঘটনায় ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে হামলা ও সংঘর্ষের ঘটনা।