স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের খালের মধ্যে অবৈধভাবে বাধ দেয়ায় পুরান পাথারিয়া গ্রামের হাওরের প্রায় ৩শ একর জমির ধানের চারা পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের কয়েক লাখ টাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, নিশ্চিতপুর গ্রামবাসী প্রতি বছর তেতিয়ারখালে বাঁধ নির্মাণ করেন। এর ফলে বৈশাখ মাসের পাকা ধান কাটার সময় পুরান পাথারিয়ার হাওরের কৃষকদের শত শত কেদার জমি পানিতে তলিয়ে যায়। এতে পুরান পাথারিয়া, কাকুরিয়াকান্দি, কুশিয়ারতলা নলকার আব্দাসহ কয়েকটি গ্রামের শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার কৃষকরা জমিতে ধানের চারা রোপন করার পরই কয়েক দিন আগের বৃষ্টির পানি জমে ধান গাছগুলো পানিতে তলিয়ে গেছে। এতে জমির চারাগাছগুলো পঁচে যাচ্ছে। পুরান পাথারিয়া গ্রামের সাবেক মেম্বার সর্দার করম আলী, জিতু মিয়া সর্দার, সাবেক মেম্বার আরাফাত আলী জানান, নিশ্চিন্তপুর গ্রামবাসী তেতিয়ারখালের মধ্যে বাঁধ নির্মাণ করার কারণে এ হাওরে পানির চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে আমাদের এলাকার প্রায় ৩শ একর জমি পানিতে তলিয়ে যায়। আমরা ইতিপূর্বে কয়েকবার এ খালে বাঁধ না দেয়ার জন্য নিশ্চিন্তপুর গ্রামবাসীর কাছে অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের কথা রাখেননি। এদিকে নিশ্চিন্তপুর গ্রামবাসী অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে পুরান পাথারিয়া গ্রামসহ আশপাশ এলাকার কয়েকটি গ্রামের কৃষকরা ফুঁসে উঠেছে। কৃষকরা অবিলম্বে পানি চলাচলের সুযোগ করে দেয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।