বানিয়াচং প্রতিনিধি \ যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লীডার সামছুদ্দিন আহমদে এমবিই ও বিশিষ্ট লেখক ও যুক্তরাজ্যের জাস্টিস অব পিস আয়েশা আহমেদের সম্মানে বানিয়াচং কমলা রাণীর দিঘীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে গতকাল সন্ধ্যায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বানিয়াচং সাংস্কৃতিক পরিষদের অধ্যক্ষ তাপস কৃষ্ণ মহারতœ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কণ্ঠ শিল্পী মোবাশ্বির আহমেদ তান্না, বাউলিয়ানার সেরা কণ্ঠশিল্পী সুমন আহমেদ, তরুণ কণ্ঠশিল্পী জলিল প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামসুদ্দিন আহমেদ এমবিই ও লেখক আয়েশা আহমেদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ বেতারের নিয়মিত কণ্ঠ শিল্পী সাংবাদিক রাশেদ আহমদ খান। সহযোগিতায় ছিলেন স্কটল্যান্ডের বিশিষ্ট চিত্রগ্রাহক রুহুল আহমেদ তুহিন, এনসিপির পরিচালক কাওসার হুসেন নিয়াজি, সংবাদকর্মী জওহর হুসেন ফাহাদী, ব্যবসায়ী আলাউদ্দিন আহমেদ প্রমুখ।