স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ ফৌজদারী আদালতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা আদালতের বারান্দা থেকে আইনজীবিদের টেবিলের ড্রয়ার ভেঙে কাগজপত্রসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে আদালতের বারান্দায় চেয়ার টেবিল নিয়ে আইনজীবিরা বসেন। ওই এলাকায় সরকারি নৈশপ্রহরী রয়েছে। কিন্তু এরপরও বেওয়ারিশ চোরেরা ড্রয়ারের তালা ভেঙে এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, দেওয়ান মিনহাজ গাজী ও শেখ ফরহাদ এলাহি সেতুসহ বেশ কয়েকজন আইনজীবির মুল্যবান কাগজপত্র ও গ্রাউন নিয়ে গেছে।