চুনারুঘাট প্রতিনিধি \ সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেয়েছেন চুনারুঘাট থানার এএসআই মোঃ আলমাস। গতকাল সোমবার সকাল ১১টায় সিলেট ডিআইজি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সহ বিভিন্ন জেলার এসপি, এএসপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উলেখ্য, মোঃ আলমাস উপ-সহকারী কর্মকর্তা এএসআই হিসেবে এর আগেও ৬ বার জেলার শ্রেষ্ঠ পুরস্কার পান।