স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেরাতিয়া গ্রামে বিথী রাণী দাশ (১৭) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত অকিল দাশের কন্যা। গতকাল সোমবার সকালে পরিবারের সকলের অগোচরে সে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসআই কৌশিক তালুকদার লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।