স্টাফ রিপোর্টার \ রিচি সেভেন টাচ কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিবাবক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিন্ডার গার্টেন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম দুলাই। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, জিএলডিবি চেয়ারম্যান প্রভাষক মোঃ জাবেদ আলী, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মদ খান, বিশিষ্ট মুরুব্বী মোঃ আকবর আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, সাবেক প্রধান শিক্ষক দিদার আলী মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ আরব আলী বি.কম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রকিব, গউছ, ফয়সল, শেকুল, সনজিৎ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল বিদ্যালয়ের উন্নয়নে ৬০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা প্রদান করেন।
পরে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।