নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-বান্দের বাজার প্রভাতপুর গ্রামের রাস্তার উদ্ভোধন করা হয়েছে। প্রভাতপুর গ্রামের প্রবাসী মোঃ মামুন আলম এর বাড়ী থেকে বড়তলা পর্যন্ত রাস্তাটি নির্মাণ করে হবিগঞ্জ জেলা পরিষদ। জেলা পরিষদের অর্থায়নে ৮শ ফুট রাস্তার নির্মাণ ব্যয় হয় প্রায় ৩ লাখ টাকা। গতকাল রাস্তাটি উদ্ভোধন করেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মোঃ তানিম চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ রউফ উদ্দিন, ফরাশ উদ্দিন, ছালিক উদ্দিন, এসআই ধর্মজিৎ সিনহা, বিশিষ্ট মুরুব্বি সিদ্দীক মিয়া, সুমন মিয়া, আজিজ মিয়া, আজিম উদ্দিন, কবির মিয়া, ফয়সল আহমেদ, দানিয়েল আহমেদ, শিমুল মিয়া, সজফর মিয়া, খালিক আহমেদ, দুলাল মিয়া, রিপন হাসানসহ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় লোকজন।