স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের দুই থানার ওসির রদবদল করা হয়েছে। রদবদলকৃত অফিসার ইনচার্জরা হলেন চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী। গত সপ্তাহে এক আদেশে চুনারুঘাটের ওসি অমুল্য কুমার চৌধুরীকে বানিয়াচং এবং বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীকে চুনারুঘাট থানায় বদলী করা হয়। গত সপ্তাহে থানার ওসি অমুল্য কুমার চৌধুরীকে বদলী করা হয় বানিয়াচং থানায়। তিনি আজ অথবা আগামীকাল বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর কাছে দায়িত্ব দিবেন বলে জানা গেছে।