প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল রবিবার বিকেলে দৈনিক “বাংলাদেশ সময়” পত্রিকার চুনারুঘাট উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকেলে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারে মোঃ বাবুল মিয়ার মার্কেটে এক আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভায় দৈনিক “বাংলাদেশ সময়” পত্রিকার ভূমিকা তুলে ধরেন। উক্ত পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদ এর সভাপতিত্বে সভায় অংশ নেন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান (রানা), রাসো সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি আহাদ চৌধুরী লিটন, ডাঃ মুসলিম উদ্দিন, হাজী হিরা মিয়া, আফজল মিয়া, ওয়ালিদ মিয়া, আহাম্মদ মিয়া, আশিক মিয়া, শাহজাহান উলা বাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সমাপ্তির পর অতিথিদের আপ্যায়ন করা হয়।