মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্ত¡র থেকে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকাল ৪টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দক্ষিন সুরমা উপজেলার কদমতলী গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে সালেকুর রহমান (৩৫)কে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ব্যাগ তলাশী করে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।