বাহুবল প্রতিনিধি \ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় হবিগঞ্জ ও সিলেট জেলার চা শ্রমিকদের মাঝে সরকারি ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৫টি চা বাগানের ডিসপেনসারীকে সরকারি ঔষধ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ডিসপেনসারীগুলোর দায়িত্বপ্রাপ্ত কম্পাউন্ডার ও চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম চা বাগানের ডিসপেনসারীগুলোর মাধ্যমে শ্রমিকদের মাঝে সরকারি ঔষধ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য তারা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সুবিধা বঞ্চিত লোকজনের মাঝে রাষ্ট্রীয় সুবিধাগুলো পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমি তার একজন সৈনিক হিসেবে তার উপহারগুলো আপনাদের হাতে তুলে দিলাম। এগুলো সঠিকভাবে দরিদ্র চা শ্রমিকদের মাঝে বিতরণের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার মহৎ উদ্যোগ সফল করুন। তিনি আরো বলেন, আমার দায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ ও সিলেট জেলার চা বাগানের হাসপাতালগুলোর জন্য সরকারি ঔষধ সরবরাহের আবেদন করেছিলাম। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাছিম তা মঞ্জুর করেছেন। ফলে, পর্যায়ক্রমে হবিগঞ্জ ও সিলেট জেলার চা বাগান হাসপাতালগুলোতে সরকারি ঔষধ বিতরণ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বাবুল কুমার-এর সভাপতিত্বে স্বাস্থ্য সহকারী আলী নেওয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সামিউল ইসলাম, মধুপুর চা বাগানের শান্ত গোয়ালা, রশিদপুর চা বাগানের ডা. গোবিন্দ্র চন্দ্র সরকার, আমতলী চা বাগানের মানিক গোয়ালা, ফয়জাবাদ চা বাগানের দুলাল সাওতাল, বৃন্দাবন চা বাগানের রামরতন কৈরী ও রশিদপুর চা বাগানের পিয়ারী দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে বাহুবলের মধুপুর, বৃন্দাবন, আমতলী, রশিদপুর ও ফয়জাবাদ চা বাগানের ডিসপেনসারী (হাসপাতাল)কে বিভিন্ন জাতের সরকারি ঔষধ প্রদান করা হয়।