স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত গভীর রাতে সদর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মুড়ল, এসআই মিজানুর রহমান, এসআই রকিবুল হাসান, এসআই কৌশিক তালুকদার ও এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। এ সময় বহুলা গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র ফুল মিয়া (৫০), অনন্তপুর গ্রামের হিরণ মিয়ার পুত্র ফয়সল (৩০), বহুলা গ্রামের ইসলাম আলীর পুত্র খোকন মিয়া (২৮) ও আব্দুল মন্নানের পুত্র জসিমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল।