স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামী জাকির মিয়া (২২)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জাকির নবীগঞ্জের দত্তগাঁও গ্রামের মৃত গনি মিয়ার ছেলে। গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দত্তগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জাকিরের বিরুদ্ধে নবীগঞ্জ ও বানিয়াচং থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘ দিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির আরো তথ্য পাওয়া যাবে বলে পুলিশ ধারণা করছে।