এম এ আই সজিব \ ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার শিবপুর নামকস্থানে টমটম উল্টে মহিলাসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অলিপুর থেকে একটি যাত্রী নিয়ে একটি টমটম খান্দুরা মাজার শরীফে যাবার জন্য রওয়ানা হয়। টমটমটি উলেখিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে উলেখিত যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় উচাইল গ্রামের আব্দুল হেকিম (১১৫), মিলন বেগম (৪৫), আফিয়া (৫০), নিজাম উদ্দিন (১০), আয়েশা (৬০), রোকেয়া (৫০) ও জাহাঙ্গীর (১০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত জবান উলা (৫০) কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।