স্টাফ রিপোর্টার \ মাঘ মাসের শেষ দিন শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টিতে হবিগঞ্জ জেলার শতাধিক ইটভাটার প্রায় ১৮ কোটি টাকার কাচা ইটের ক্ষতি সাধন হয়েছে। সদর উপজেলার সুঘর এলাকায় রয়েছে নিউ পলাশ ব্রিকস, সুপার ব্রিকস, জননী ব্রিকস, ভরসা ব্রিকস, পপুলার ব্রিকস। সেখানে বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ কাঁচা ইট। গতকাল শুক্রবার ভোররাতে বর্ষণ হয়। এতে জেলার শতাধিক ইট ভাটার প্রায় ১৮ কোটি টাকার ইটের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। তাদের দাবি অনেকে ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। তাদের জন্য এ ক্ষতি পূরণ কষ্টকর হবে। হাফিজপুর এলাকায় অবস্থিত পলাশ ব্রিকস এর ম্যানেজার অমরেশ দত্ত জানান, তাদের ভাটায় প্রায় ১০ লাখ কাঁচা ইট ছিল। এছাড়া চিবনীর মধ্যেও ছিল বেশ কিছু কাঁচা ইট। বৃষ্টি থেকে এসব ইট রক্ষা করা যায়নি। বৃষ্টির পানি সব শেষ করে দিয়েছে। তিনি জানান, প্রতি মৌসুমে তারা ৫০ থেকে ৫৫ লাখ ইট পুড়িয়ে থাকেন। এবারও সেই পরিমান পোড়ানো সম্ভব ছিল। সেই প্রস্তুতি থেকে ১০ লাখ কাঁচা ইট শুকাতে রাখা ছিল। কয়েকদিন পরই এগুলো চিবনীর মধ্যে দেয়ার কথা। তিনি জানান, তাদের নষ্ট হয়ে যাওয়া ইটের মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে। সেই সঙ্গে রয়েছে ভাটা পরিষ্কার করার কাজ। বৃষ্টির পানিতে ভিজে যাওয়া ইট লেবার দিয়ে সরাতে তাদের ২ থেকে ৩ লাখ টাকা খরচ হবে। চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার আদুরী ব্রিকস এর ম্যনেজার আল ইমরান খোকন জানান, তাদের ভাটাই প্রায় ৬ লাখ কাচা ইট ছিলো যা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এতে করে তাদের প্রায় ৩৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আবার নষ্ট ইট ফেলতে লেবার খরচ করতে হবে তাদের ২থেকে ৩লাখ টাকা। সদর উপজেলার সুঘর এলাকায় অবস্থিত জননী ব্রিকস এর মালিক রুবেল মিয়া। তিনি জানান, কয়েকজন শেয়ারে তারা এই ভাটা পরিচালনা করেন। ভাটায় ৪ লাখ কাঁচা ইট ছিল। যা বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে।
হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ কুতুব উদ্দিন জানান, প্রতিটি ভাটাই কাঁচা ইট ছিল। এই সময় ভাটা মালিকরা ইট কাটিয়ে থাকেন। তিনি জানান, ভাটা মালিকদের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছেন তাতে ভাটা প্রতি গড় ৩ লাখ করে ইট নষ্ট হয়েছে। এতে শতাধিক ভাটায় প্রায় ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি উলেখ করেন, অনেকে আছেন যারা ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। তাদের পক্ষে এই ক্ষতি সামাল দেয়া কষ্টকর হয়ে পড়বে।