মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে রাজার দিলুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। অত্যাচার সহ্য করতে না পেরে ১১ই ফেব্র“য়ারী বৃহস্পতিবার গ্রামবাসী, মুক্তিযোদ্ধাসহ মসজিদ কমিটির লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন করেন। উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে দিলুর বিরুদ্ধে লিখিত অভিযোগে মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডসহ তার নানা অপকর্ম তুলে ধরা হয়। পর্যায়ক্রমে যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করে সারা দেশে স্বাধীনতা বিরোধী ভূমিকা গ্রহণকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচার করলেও সেই দিলু রয়েছে এ কর্যক্রমের বাইরে। তার অত্যাচারে সাধারণ মানুষসহ মুক্তিযোদ্ধারাও অতিষ্ঠ বলে ওই গ্রামের ফজলু মিয়া সর্দার জানান। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকাবাসীকে স্বস্তি প্রদানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে আবেদনকারীরা।