স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার বিভিন্নস্থানে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। প্রায়ই মাদক ব্যবসায়ীরা পুলিশের হাতে ধরা পড়ছে। গতকাল শুক্রবার রাত ২টায় ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নোয়ানী গ্রামে অভিযান চালিয়ে সাইফুল আলম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে ৭২ বোতল কোরেক্স ও ১০ বোতল বটকা উদ্ধার করা হয়। এ সময় অপর মাদক ব্যবসায়ী বাহুবলের সাইফুল, সাদেক ও রহিম পালিয়ে যায়। আটক সাইফুল চুনারুঘাট উপজেলার বাছিত মিয়ার পুত্র।