রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে মাধবপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী বলাই মোদকের ছেলে কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র অন্তর মোদক (৭) কে অপহরণ করেছে দৃর্বৃত্তরা। মুক্তিপণের টাকা পরিশোধ না করলে মোবাইল ফোনে অন্তরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে অপহরণকারীরা। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্র“য়ারী সন্ধ্যায় অন্তর বাসা থেকে বের হয়ে তাদের দোকানের সামনে আসে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে অনেক রাত হয়ে পড়লেও অন্তর না ফেরায় তার পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। ১১ ফেব্র“য়ারী রাতে পার্শ্ববর্তী ভারতের কোড নাম্বার সম্বলিত একটি ফোন থেকে অন্তরের বাবার মোবাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শুক্রবার সন্ধ্যায় আবারও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরণকারীরা অন্তরের বাবার কাছে ফোন করে এবং টাকা নিয়ে পাহাড়িকা ট্রেনে উঠার জন্য নিদের্শ দেয়। একটি সূত্র জানায়-উপজেলার ধর্মঘর বাজারের মিষ্টি ব্যবসায়ী ঠাকুর ধন গোপের ছেলে জন্টু গোপ বলাই রায়ের দোকান থেকে পাইকারী মিষ্টি নিতেন। দীর্ঘদিন ব্যবসা করার সুবাদে বলাই মোদকের স্ত্রী শিপা মোদকের সাথে পরিচয় এবং পরিচয়ের সূত্র ধরে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে প্রায় ৩ মাস আগে শিপা মোদক সন্তানদের ফেলে জন্টুর হাত ধরে পালিয়ে যায়। শিপা’র মা বলাই মোদকের বিরুদ্ধে থানায় গুম করার অভিযোগ এনে লিখিত দিয়েছিল। কিন্তু প্রায় ১ সপ্তাহ পর সন্তানদের টানে আবারও শিপা বলাইয়ের সংসারে চলে আসে। এতে জন্টু ক্ষুুদ্ধ হয়ে প্রায়ই শিপাকে ফোন করতেন। ধারনা করা হচ্ছে জন্টুসহ দুর্বৃত্তরা অন্তরকে অপরণ করে থাকতে পারে। শিপা মোদক পুলিশকে জানায় স্বামীর সংসারে ফিরে আসার পর প্রায়ই জন্টু মোবাইল করে তাকে বিরক্ত করতো। কিন্তু দু’দিন ধরে সে জন্টুর মোবাইলে ফোন দিলেও জন্টু ফোন রিসিভ করে না। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোলা মুনির হোসেন জানান-অন্তরকে উদ্ধার করতে পুলিশ জোর চেষ্টা করে যাচ্ছে।