সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

আলোকিত মানুষ গড়তে মেরিট টিচিং সার্ভিস ভূমিকা রাখছে-ইউপি চেয়ারম্যান আনোয়ারুর

  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মেরিট টিচিং সার্ভিস সেন্টারের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সমাজ উদ্বুদ্ধকরণ সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুর রহমান বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে মেরিট টিচিং সার্ভিস সেন্টার অগ্রণী ভূমিকা পালন করছে। বাউসা গ্রামের মেরিট টিচিং সার্ভিস সেন্টারটি অত্র ইউনিয়নের একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে মেরিট টিচিং সার্ভিস সেন্টার গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। উক্ত কোচিং সেন্টারকে বাঁচিয়ে রাখতে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। মেরিট টিচিং সার্ভিস সেন্টারে এ ধরনের ব্যতিক্রমধর্মী সমাবেশ প্রতিবছর অব্যাহত থাকবে বলে আশা করি। এ সময় তিনি উক্ত কোচিং সেন্টারে একটি স্টিলের আলমিরা ও ডেস্ক টেবিল প্রদানের ঘোষণা দেন। গতকাল শুক্রবার দুপুরে বাউসা গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে মেরিট টিচিং সার্ভিস সেন্টারের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও বাউসা যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছন লিটন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউপি বিএনপির সভাপতি মোঃ কাউছার আহমেদ, বাউসা ইউনিয়নের বিশিষ্ঠ সমাজ সেবক সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, নবীগঞ্জ জে,কে মডেল স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে আব্দুল আজিজ, নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি উন্নয়ন ফোরামের উপদেষ্টা শামীম আহমেদ চৌধুরী, নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংবাদিক শাহ্ সুলতান, পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রসার শিক্ষক কাজী আব্দুল আলিম, (অবঃ) সার্জেন্ট মিরাজ আলী, বাউসা ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার আল হেলাল আহমদ, ইউপি মেম্বার মোঃ লোকমান উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মজিদুর রহমান মজিদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বিভূ আচার্য্য। আরো বক্তব্য রাখেন, বাউসা গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী তৈয়ব উল­া, বাউসা জামে মসজিদের মোতাওয়াল­ী হাজী মোঃ আব্দুল মোতালিব, শাহ মছদ্দর আলী, আব্দুল বারিক ডিলার, ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রসার গভর্নিং বডির সদস্য, বাউসা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আহমেদ চৌধুরী, বাউসা যুব সংঘের সভাপতি বাছিতুর রহমান চৌধুরী, তরুণ সমাজ সেবক শাহ্ সাজিদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন, তরুণ সমাজ সেবক মুর্শেদ আলী সবুজ। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন বাউসা ইউপি আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মুকিত ও গীতা পাঠ করেন সুবর্ণা আচার্য্য। মানপত্র পাঠ করেন আকলি বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নূরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ আয়েশা বেগম ও মেরিট টিচিং সার্ভিস সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ মঈনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেরিট টিচিং সার্ভিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী প্রতিষ্ঠানের জন্য একটি ডিপ টিউবওয়েল ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতি বছর ২৫ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com