নিজস্ব প্রতিনিধি \ বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন শিক্ষা কমিটির সভায় প্রাইমারি স্কুলে তথ্য-প্রযুক্তির ব্যবহারের ফলে শতভাগ ছাত্র-ছাত্রী উপস্থিতির কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ১৬ই ফেব্র“য়ারী মঙ্গলবার অনুষ্টিতব্য তারাসই স্কুলের মা সমাবেশ ও ২০-২১ ফেব্র“য়ারী শনি ও রবিবার অনুষ্টিতব্য সায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের আধুনিক শিক্ষা প্রযুক্তি মেলার আমন্ত্রনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ১২ ফেব্র“য়ারী বিকালে বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান এর কক্ষে অনুষ্টিত ইউনিয়ন শিক্ষা কমিটির সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় বক্তারা ইউ.পি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক কর্তৃক ছাত্র উপস্থিতিতে তথ্য-প্রযুক্তি ব্যবহারের সাফল্য ও অনুকরনীয় কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সময় ৯ই ফেব্র“য়ারী রায়ের পাড়া স্কুলে অনুষ্টিত সফল ও অনসরণীয় মা সমাবেশের জন্য স্কুল কর্তৃপক্ষকে।