স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ২নং পুল এলাকায় আনাড়ি টমটমের ধাক্কায় জামাল উদ্দিন (৪৫) নামের এক এনজিও কর্মী আহত হয়েছেন। তিনি শহরের মাহমুদাবাদ এলাকার ভাড়াটিয়া বাসিন্দা রমজান আলীর পুত্র। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়, তিনি একটি এনজিও মাঠকর্মী হিসেবে কর্মরত। তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা গ্রামে। গতকাল ওই সময় সড়ক পার হওয়ার সময় একটি টমটম তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।