স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাজী চেরাগ আলী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিক আলীর সভাপতিত্বে গতকাল বিকেলে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ডের ফার্মাসিউটিক্যাল এনালিস্ট ড. এটিএম আনিস্উজ জামান, বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, ঢাকা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জিত কুমার, ইংল্যান্ডের ব্যাংক কর্মকর্তা মিসেস আনিসউজ জামান, চেরাগ আলী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুল মুকতাদির, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আহছান উলাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি অগ্নিকোণা পঞ্চায়েত কমিটির আহŸায়ক মোঃ আরব আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান তালুকদার।
কলেজ পরিচালনা কমিটির সদস্য ডাঃ মোঃ জিতু মিয়া, প্রভাষক হুমায়ূন রশীদ ও প্রভাষক শিরিন আফরোজ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল আমিন শামসু, ইউপি মেম্বার কাজল মিয়া, কবির মিয়া, মুকুল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক জাবেদ আলী, আব্দুল মন্নান, শাহ আলম, মহসিন প্রমুখ।
সভার শুরুতে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ জিয়াউর রহমান জিয়াকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।