চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট পৌর শহরের ১নং ওয়ার্ডের গোগাউড়া গ্রামের দুলাল চৌধুরীর বাড়ি থেকে ইমান আলী চৌধুরীর বাড়ি পর্যন্ত রাস্তার ইটসলিং কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নব-নির্বাচিত পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন আহমেদ সামছু এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়াডের্র কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম কাজল, মহিলা কাউন্সিলর মাশকুরা বেগম পাবনা, পৌর ইঞ্জিনিয়ার দিজেন্দ্র কুমার দাস, ঠিকাদার জসিম চৌধুরী, যুবলীগ নেতা জাহির উদ্দিন মোলা, খোকন চৌধুরী, শিবলু চৌধুরী, দিপু তালুকদার।