চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিবিধ বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের লস্কর রেস্ট হাউজে যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিলুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মুর্তুজ আলী সরদার, সারোয়ার আলম আজাদ, উপজেলা যুবলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ৯নং রানীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহদ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ উপজেলার আহŸায়ক সুয়েব আহমেদ চৌধুরী, কাউন্সিলর তাজুল ইসলাম কাজল, যুবলীগ নেতা শাহজাহান সাদি, আব্দুল হাই প্রিন্স, শেখ দেলোয়ার, খোকন চৌধুরী, জহির মোলা, মাজেদুল ইসলাম লুবন, টিপু সুলতান, ছাত্রলীগ নেতা সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, শাহাজাহান সামী ও সায়েম তালুকদারসহ আরও অনেকেই। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং রানীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদসহ যুবলীগ ও আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষে ও সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহŸায়ন জানানো হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন ১৫ দিনে ভারত সফর উপলক্ষে মিলাদ মাহফিল করা হয়।