স্টাফ রিপোর্টার \ শহরের কামড়াপুর ব্রীজ থেকে আবুল কাসেম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১২ পিস যৌন উত্তেজক ইয়াব ট্যাবলেট উদ্ধার করা হয়। সে কামড়াপুর গ্রামের লাল মিয়ার পুত্র। মঙ্গলবার দিবাগত ভোর রাত ৪টার দিকে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার শার্টের পকেট থেকে উলেখিত মাদক উদ্ধার করা হয়।