আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুরে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পূর্ব বিরোধের জের ধরে গতকাল বুধবার সকালে উপজেলার খড়কী গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের গ্রামের ইউপি সদস্য মোনায়েম খান ও সাবেক সদস্য মারুফ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে প্রায় ৪০ জন আহত হয়। এরপর পুলিশ দু’দফা অভিযান চালিয়ে গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতেও দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই রেশের জের ধরেই গতকাল বুধবার সকালে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহসিন (২২), শাহজাহান মিয়া (৫৫), কামাল মিয়া (৪০) ও সাজেদা বেগম (৩৬) সহ কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে দরস মিয়া, মৌলানা আওয়াল মিয়া, আখের মিয়া, শিরু মিয়া, সেলিম মিয়া, কুতুব মিয়া, জামাল মিয়া, দুধ মিয়া, সাইফুল মিয়া, লোকমান মিয়া, মন্জুর মিয়া, জব্বর মিয়া, সাইফুল মিয়া, আজমান মিয়া, মোবারক মিয়া, রাজু মিয়া, এখলাছ মিয়া, আবিদ আলী ও ফুল ইসলাম সহ উভয় পক্ষের প্রায় অর্ধশত বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোলা মনির হোসেন জানান, খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছুঁলে দাঙ্গাবাজরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও পুলিশ মোতায়েন রয়েছে। বিকেলে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পরিস্থি নিয়ন্ত্রনে এসআই মাসুদুল আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন রয়েছে। গ্রামবাসি সূত্রে জানা জায় ঐ গ্রামের হাজি মাহুজ্জামানের সম্পদের ভাগ ভাটোয়ারা নিয়ে তার ছেলে সালাউদ্দিন ও মেয়ে পক্ষের নাতি নাছির নগর উপজেলার চাপরতলা গ্রামের লুৎফর রহমানের বিরোধের জের ধরে লুৎফর রহমানের পক্ষে মারুফ মেম্বার ও সালাউদ্দিনের পক্ষে মোনায়েম খা মেম্বারের নেতৃত্বে গ্রামবাসি দু’ভাগে ভিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। তবে মোনায়েম খার লোকজন বিষয়টি অস্বীকার করে জানান মারুফ মেম্বারের লোকজন নিজেদের বাড়িঘর ভাংচুর করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।