এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আগুনের সূত্রপাত ঘটে। দমকল বাহিনী ও প্রত্যদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী সৈয়দ জাহিদ মিয়ার দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা দাও-দাও করে জ্বলে উঠে এবং চারপাশে ছড়িয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী শাহ সিতু মিয়ার দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানের সার, জিনিসপত্রসহ তুলা পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষিণক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালান। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় সিতু মিয়া ও গিয়াস উদ্দিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।