স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জ আন্তঃনগর ট্রেনের টিকেট আবারো কালোবাজারীদের হাতে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। স¤প্রতি পুলিশ অভিযান চালিয়ে কালোবাজারীদেরকে আটক করে কারাগারে প্রেরণ করে। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর আবারো টিকেট কালোবাজারে বিক্রি হচ্ছে। হবিগঞ্জ থেকে প্রতিদিন শতশত যাত্রী শায়েস্তাগঞ্জ থেকে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় যান। কিন্তু কাউন্টারে টিকেট না পেয়ে বাধ্য হয়ে স্ট্যান্ডিং অথবা কালোবাজারীদের হাত থেকে অতিরিক্ত টাকা দিয়ে টিকেট কিনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। গত হরতালের আগুনে কালনী, জয়ন্ত্রিকা, উদয়ন ও পাহারিকার কয়েকটি বগি পুড়ে যায়। ফলে সীমিত টিকেট থাকায় অনেকেই ভোগান্তির স্বীকার করেন। ইদানিং বিভিন্ন আন্তঃ নগর ট্রেনে বেশ কয়েকটি নতুন বগি সংযুক্ত করা হয়েছে। এমতাবস্থায় যাত্রীদের ভোগান্তির কথা নয়। এছাড়া প্রতিটি ট্রেনের তিনদিন আগে টিকেট দেয়ার কথা থাকলেও সময়মতো কাউন্টারে গিয়ে টিকেট চাইলে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বলা হয়ে থাকে টিকেট নেই। সবগুলো বিক্রি হয়ে গেছে। আবার তারাই বলেন বেকারদের কাছে গেলে টিকেট পাওয়া যেতে পারে, তবে কাউকে বলতে বারণ করে দেন তারা। তাই অনেকে বাধ্য হয়ে ৫০ থেকে ১শ টাকা বেশি দিয়ে টিকেট কিনছেন। গতকাল সরেজমিনে দেখা যায়, অনেক যাত্রীরা টিকেট না পেয়ে অপেক্ষা করছেন। টিকেট না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকেট কিনছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল কর্মকর্তা জানান, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ টিকেট পাওয়া যায়। কিন্তু এ স্টেশনে যে দাপট দেখাতে পারে সেই টিকেট পায়। এতে অনেক অসাধু কর্মচারীরাও জড়িত রয়েছে।