চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে মুক্তিযোদ্ধার ভুয়া নাতনী সেজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী নেওয়া দুই শিক্ষিকা স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দিয়েছেন। চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদের কাছে গতকাল মঙ্গলবার তারা এই পদত্যাগ পত্র জমা দেন। এনিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে। পদত্যাগকারী দুই শিক্ষিকা হলেন-চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামের চেরাগ আলীর মেয়ে সালমা আক্তার ও একই গ্রামের আব্দুন নুর এর মেয়ে ঝুনু আক্তার। সালমা আক্তার ও ঝুনু আক্তার একই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাবের ভুয়া নাতনী সেজে মুক্তিযোদ্ধা পোষ্য হিসেবে আবেদন করেন। তারা দু’জনই যথারীতি ইন্টারভিউ দেন। পরবর্তীতে হবিগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস থেকে ১৯ নভেস্বর ২০১৩ তারিখে ইস্যু করা নিয়োগ পত্রে সালমা আক্তারকে নবীগঞ্জ উপজেলার কালাভরপুর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং মোছাঃ ঝুনু আক্তারকে নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসাবে নিয়োগ প্রদান করা হয়। উভয়ই গত ০৪/১২/২০১৩ স্ব স্ব বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে গত ০৮/০৬/২০১৪ নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ইস্যুকৃত স্মারক নং উনিশ/নবী/হবি/বদলী/২০১৪/২৯৩ আন্তঃউপজেলা বদলী করে সালমাকে চুনারুঘাট উপজেলার সতং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঝুনুকে উবাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। এদিকে মুক্তিযোদ্ধার পোষ্য হিসেবে নিয়োগ পেলেও সেই মুক্তিযোদ্ধার পোষ্য কৌঠা ছিল ভূয়া। বিষয়টি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব জানতে পেরে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করলে বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসক সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিনকে নির্দেশ দেন। মোঃ শাহাব উদ্দিন তদন্ত শেষে জেলা প্রশাসকের কাছে দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রতিবেদন দেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও তিনি সুপারিশ করেন। এদিকে ওই দুই শিক্ষিকা জেল জরিমানা থেকে বাচঁতে এবং দায়-দায়িত্ব এড়াতে গতকাল মঙ্গলবার স্বেচ্ছায় চাকুরী থেকে পদত্যাগ করেছেন।
এই বিষয়ে চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোঃ জুনায়েদ বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং তদন্ত রিপোর্টও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা হয় তাই হবে। এরই মধ্যে গতকাল মঙ্গলবার সকালে আমার কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।