স্টাফ রিপোর্টার \ ভারতের আসাম ও মেঘালয়ে অনুষ্ঠিতব্য ১২তম সাউথ এশিয়ান গেমস এর কাবাডি ডিসিপ্লিনের পর্যবেক্ষক মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। আজ বুধবার সকালে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। আসামের রাজধানী গুয়াহাটিতে কাবাডি খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে ১৪ ফেব্র“য়ারী তিনি দেশে ফিরবেন। শাহ ফখরুজ্জামান হবিগঞ্জের প্রথম ক্রীড়া সংগঠন হিসাবে কোন আন্তর্জাতিক ক্রীড়া আসরের অফিসিয়াল মনোনীত হয়েছেন।