নবীগঞ্জ প্রতিনিধি \ ইংল্যান্ডের এন এইচ হাসপাতালের জরুরী বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার এবং মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ডাঃ মোঃ খায়রুল ইসলাম হেলালকে নবীগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সিলেটে ফরছুন গার্ডেনে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ হেলিম উদ্দিন। সাধারণ সম্পাদক এডঃ এম এ ফজলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ, ইংল্যান্ডের কমিউনিটি লিডার ও লেখক আবুল কালাম ছুটন, ব্যারিষ্টার মোজাক্কির হোসাইন প্রমুখ।
উলেখ্য, ডাঃ খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জ কল্যাণ সমিতির ইংল্যান্ডের লুটন শাখার সভাপতি। ওই দিন তিনি কল্যাণ সমিতির বাৎসরিক বৃত্তি প্রদানের জন্য তার নিজস্ব চ্যারিটি মাষ্টার ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন।