মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে পিঠা উৎসব উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে দিন ব্যাপি পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্টানে কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক সাবিনা আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, এসিল্যান্ড মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্ধ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।