স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর গ্রামে মা ও কন্যা আদালতে মামলা দায়ের করে পড়েছে বিপাকে। আসামীদের হুমকি ধামকির কারণে নিরপত্তাহীনতায় ভুগছে তারা। জানা যায়, ওই গ্রামের দুদু মিয়ার স্ত্রী আমেনা খাতুন ও তার কন্যা জোসনা আক্তারকে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মেম্বার জালাল মোহাম্মদ, ওয়াহিদ, বেলাল মিয়াসহ কয়েকজন লোক মারপিট করে শীলতাহানির চেষ্টা চালায়। এ ব্যাপারে আমেনা খাতুন বাদি হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন কোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গত সোমবার। মামলা দায়েরের খবর শুনে আসামীরা মামলা তুলে নিতে বাদীনির পরিবাকে হুমকি দিচ্ছে।