প্রেস বিজ্ঞপ্তি \ বিশিষ্ট সংগীতশিল্পী আকরাম আলীর মাতা রহমচান বিবি ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে….রাজেউন)। তিনি গত ৬ ফেব্র“য়ারী রাত ১০টা ২০ মিনিটে সদর উপজেলার রিচি গ্রামস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১শ ১২ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন একই গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। আকরাম আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, কবি ও প্রাবন্ধিক এম এ রব, অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, প্রতিদিনের বাণী’র সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সুরবিতান এর সাধারণ সম্পাদক আবুল ফজল, প্রাবন্ধিক সৈয়দ শাহান উদ্দিন, খোয়াই থিয়েটারের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রাকৃতজন সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, আজহরুল ইসলাম মুরাদ, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, পার্থ সারথি রায় প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।