স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৪২৩ বোতল ভারতীয় মদ ও ২৩ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। যার মূল্য ৬ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মাধবপুর উপজেলার রামনগর এলাকায় পৃথক অভিযানে ৩৪০ বোতল ভারতীয় মদ ও ২৩ বোতল বিয়ার, একই উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ এবং চুনারুঘাট উপজেলার চন্ডিডান্ডি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করা হয়েছে।