স্টাফ রিপোর্টার \ ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশাইয়ার লন্ডনে ব্যারিষ্টারী পড়তে লন্ডন গমন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের পুত্র আলহাজ্ব মঞ্জরুল কিবরিয়া প্রিতম। গতকাল শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। যাওয়ার প্রাক্কালে প্রিতম হবিগঞ্জবাসীর নিকট দোয়া কামনা করেছেন। শিক্ষা জীবন শেষ করে প্রিতম হবিগঞ্জবাসীর সেবায় আত্মনিয়োগ করবেন বলেও জানান।
এরপূর্বে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের স্ত্রী আলহাজ্ব ফারহানা হেপী গউছ ও তার পুত্র আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম। গত বৃহস্পতিবার রাত ১১টার সময় গুলশান কার্যালয়ে এই সাক্ষাত করেন।
এ সময় বেগম খালেদা জিয়া হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি কে গউছের শারীরিক অবস্থার, মামলা ও তার পরিবারের খোঁজ খবর নেন। এতে আবেগে আপ্লুত হয়ে পড়েন জি কে গউছের স্ত্রী-পুত্র। তারা মামলার সর্বশেষ অবস্থাসহ বিভিন্ন বিষয়াদি বেগম খালেদা জিয়ার নিকট তুলে ধরেন। জবাবে বেগম খালেদা জিয়া তাদের শান্তনা দিয়ে বলেন, জি কে গউছ দেশ ও মানুষের জন্য রাজনীতি করেন। জি কে গউছ হবিগঞ্জবাসীর জন্য অনেক উন্নয়ন করেছেন। কোন দিন পদ পদবীর জন্য আমার কাছে জি কে গউছ আসেনি। যখনই আমার কাছে এসেছে হবিগঞ্জবাসীর জন্য কিছু আবদার করেছে। তাই জি কে গউছের দুঃসময়ে হবিগঞ্জবাসী তার পাশে দাড়িয়েছে। প্রতিকুল পরিবেশেও হবিগঞ্জ পৌরবাসী ভোট দিয়ে জি কে গউছকে মেয়র নির্বাচিত করেছেন। হবিগঞ্জবাসী প্রমাণ করেছেন জি কে গউছ নির্দোষ। এ জন্য হবিগঞ্জ পৌরবাসীর প্রতি বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, মিথ্যা মামলায় কারাগারে আটক রেখে জি কে গউছকে শেষ করা যাবে না, তার সাথে জনগণ রয়েছে।