নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জের আউশকান্দি বাজারস্থ একটি রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মানবজমিন স্টাফ রিপোর্টার এম এ বাছিত। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস স্টাফ রিপোর্টার কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পী, দৈনিক যুগান্তরের সাবেক প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক জনতা প্রতিনিধি শাহ মিজান, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান, নিউজ টুডে প্রতিনিধি জায়েদ চৌধুরী, দৈনিক সমাচার প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, এম এ মুহিত, তোজ্জামিল আলী নিলু, শামীম চৌধুরী, সাংবাদিক রুমেল হোসেন, সানিউর রহমান তালুকদার, জহিরুল ইসলাম জুনাক প্রমূখ। আয়োজিত সভায় পেশাগত দায়িত্ব পালনে পরস্পর সহযোগিতা, নির্বাচনী প্রক্রিয়ায় নবীগঞ্জ প্রেসক্লাব গঠন, সাংবাদিকতার ঐক্যে বিভক্তি নিয়ে ষড়যন্ত্রের বিরোদ্ধে সচেতন থাকার জন্য কর্মরত সাংবাদিকরা ঐক্যমত পোষন করেন। এছাড়াও নবীগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী সাংবাদিক জায়েদ চৌধুরীকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। মতবিনিময় শেষে সাংবাদিক কিবরিয়া চৌধুরীর সৌজন্যে উপস্থিত সাংবাদিকরা চা চক্রে মিলিত হন।