বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং সদরস্থ উপজেলা রিসোর্স সেন্টারে প্রাইমারী স্কুল শিক্ষকদের ৬দিনের গণিত প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রশিক্ষণ উদ্বোধনের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। মুখ্য আলোচক ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচঙ্গের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গণিত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে ছিলেন তোপখানা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ ও বড় বাজার স্কুলের প্রধান শিক্ষক মো: ফারুক মিয়া। সভায় চেয়ারম্যান মমিন বলেন, বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর “সুশিক্ষার আজান” বাস্তব কার্যক্রমের সুফলই হবে ‘র্শিক্ষার আলো-ঘরে ঘরে জালো’ শ্লোগান। সভায় সুশিক্ষার আজান কার্যক্রমে অংশগ্রহণে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান শিক্ষক মো: মাহতাব মিয়া, পার্থ সারথী দাস, সাথী রানী পান্ডে, লুৎফুন্নাহার, স্মৃতি চৌধুরী, মোছাম্মৎ মুন্নী আক্তার, রতœা বেগম প্রমুখ।