স্টাফ রিপোর্টার \ জাতীয় সংসদের চলতি অধিবেশনে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাছিম বলেছেন, ২০১৭ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে হবিগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে জনসভায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার ঘোষনা দেন। পরে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মেডিক্যাল কলেজ চালুর আদেশ দেয়া হলেও প্রশাসনিক জটিলতার কারণে কার্যক্রম শুরু হয়নি। কবে এর কার্যক্রম শুরু হবে। জবাবে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাছিম বলেন, মাননীয় এমপি আপনি এ ব্যাপারে আরও অনেকবার কথা বলেছেন। মেডিক্যাল কলেজের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সময়েই এর কার্যক্রম শুরু হবে। ২০১৭ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি নিজে গিয়ে হবিগঞ্জ মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু করব।