স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের ডাকঘর সড়কে আর এ জোন মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। দোকানের পেছন দিকে বেন্টিলেটর এর দিকে ওয়াল ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে ১০/১৫টি নতুন মোবোইল, মেরামতের জন্য বিভিন্ন জনের দেয়া প্রায় অর্ধশত দামী মোবাইল, ব্লুটুথ সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, শহরের নাতিরাবাদ এলাকার বাবুল মিয়ার পুত্র মনির হোসেন (২২), মৃত আলম মিয়ার পুত্র মতিউর রহমান (২০) ও মৃত রমিজ আলীর পুত্র সবুজ মিয়া (২২)।
জানা যায়, প্রতিদিনের ব্যবসা শেষে দোকান মালিক রোবেল চৌধুরী দামী নতুন মোবাইল নিয়ে রাত ১০ টার দিকে বাসায় চলে যান। রাত প্রায় ৩ টার দিকে ৪/৫ জনের একদল চোর দোকানের পেছন দিকে বেন্টিলেটর ও ওয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। চোরের দোকানে প্রবেশ করেই চোরেরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। চোরের দোকানে রক্ষিত উলেখিত মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় স্থান লোকজন দেখতে পেয়ে এদের ধাওয়া করে। এ সময় চোরেরা দৌড়ে পলিয়ে যায়। পরে লোকজন ফোনে দোকান মালিক রোবেল চৌধুরীকে খবর দিয়ে তিনি এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন।
খবর পেয়ে গতকাল বুধবার চৌধুরী বাজার ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সদর থানা এসআই মিজানুর রহমান ও চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির নায়েক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নাতিরাবাদ কুতুবের কলোনী থেকে ৩ চোরকে আটক করে।
উলেখ, গত ২০১৪ সনের ২৮ ডিসেম্বর ওই দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছিল। ওই সময় চোর ১০/১২ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায়। ওই সময় সিসি ক্যামেরা থেকে চোরের ছবি পুলিশ প্রশাসনকে সরবরাহ করা হলেও আজও ওই চোরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।