ইংল্যান্ডে বসবাসরত নবীগঞ্জ উপজেলার বুরহানপুর (কটকাপাড়া) গ্রামের মরহুম হাজি আব্দুল মোতালিব এর দ্বিতীয় পুত্র মোঃ মোবাশ্বির হোসাইন এর সাথে সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের মরহুম ডাঃ কাউছার মাহমুদ এর কন্যা তানিয়া মাহমুদ এর বিবাহ সম্পন্ন হয়েছে। গত ৩১ জানুয়ারী ইংল্যান্ডের বারর্মিংহামস্থ আল-মিরাজ বেংকুইন সুটস কমিউনিটি সেন্টারে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে বর-কণের আত্মীয় স্বজন ছাড়াও ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব দম্পতির পাশে মোবাশ্বিরের বড় ভাই আলমগীর হোসেন ও ভাবী লতিফা সুলতানা রেবা। সকলের নিকট দোয়া প্রার্র্র্থী।