হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সোনালী ব্যাংক প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আব্দুর রউফ তালুকদার, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উপদেষ্টা ও ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ছাড়াও ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক টাউন মসজিদ, উত্তরা ব্যাংক, কৃসি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইসিবি ব্যাংক এর ব্যবস্থাপক সহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।