নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ-করগাঁও সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষদের। করগাঁও ইউনিয়নের ৫ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। করগাঁও গ্রামের মূল পয়েন্ট লিলু মিয়ার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যাওয়া এই সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। ওই ইউনিয়নের কয়েক হাজার লোক নবীগঞ্জ শহরে যেতে হলে চরম ভোগান্তিতে পড়তে হয়। নবীগঞ্জ থেকে যাওয়ার এই একমাত্র মূল সড়কটি করগাঁও হয়ে গুমগুমিয়া, পাঞ্জারাই ও বড়ভাকৈর ইউনিয়নে যাওয়া যায়।
এছাড়াও করগাঁও থেকে নবীগঞ্জ আসার একমাত্র এই সড়কটি দিয়ে প্রায় ১ হাজার ছাত্র ছাত্রী স্কুল কলেজে আসা যাওয়া করে। কিন্তু কয়েক বছর ধরে সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়ে যায়। ফলে ওই সড়কে যান চলাচল আগের তুলনায় অনেকটা কমে গেছে। উলেখ্য যে, উক্ত সড়কে গত কিছুদিন পূর্বে সংস্কারের কাজ করতে দেখা গেলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে।