মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে মাদকসেবী পুত্রকে পুলিশে দিলেন মা-বাবা। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬মাসের কারাদণ্ড প্রদান করেন। পুলিশের হাতে সোপর্দ করা মাদক পুত্রটি হচ্ছে-উপজেলার বুলা ইউনিয়নের মালা গ্রামের প্রমোদ চন্দ্র দেবনাথের ছেলে পরিতোষ দেবনাথ (২৬)। গতকাল মঙ্গলবার সকালে তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। এ সময় তার পকেটে ৭ পুড়িয়া গাঁজা পাওয়া যায়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-মাদকসেবী পরিতোষ দেবনাথ মাদক সেবন করে প্রায় তাই পিতা-মাতাকে মারধর করে আসছিল। গতকাল মঙ্গলবার সকালে আবারও মাদকসেবন করে সে তার পিতা-মাতাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে মা-বাবা অতীষ্ঠ হয়ে পুত্র পরিতোষকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।