স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার থেকে ছিনতাইকৃত টমটম ২৪ ঘন্টার ভেতরে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই সিন্ডিকেটের এক সদস্যকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, এসআই ছানা উলা, পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে সাড়াশি অভিযান চালায়। এ সময় বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা থেকে আনোয়ার হোসেন ওরফে আলী নুর (৩৫) কে আটক করে। সে দক্ষিণ যাত্রাপাশা গ্রামের আবুল কালামের পুত্র। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক শহরের আলমবাজারে নয়া পাথারিয়া গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র আশিক মিয়ার পরিত্যক্ত টমটম গ্যারেজ থেকে ছিনতাইকৃত টমটমটি উদ্ধার করা হয়। এ সময় আশিক ও ওই গ্রামের ছিপাই উদ্দিনের পুত্র তাজেল মিয়া পালিয়ে যায়।
ওসি জানান, কললিষ্টের সুত্র ধরে চোরকে সনাক্ত করা হয়েছে। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে টমটম মালিক নিউ মুসলিম কোয়ার্টার এলাকার রমিজ আলীর পুত্র কাওছার বাদী হয়ে মামলা দায়ের করেছে। উলেখ্য গত রবিবার শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির সামন থেকে টমটম চালক সুহেলকে ভয় দেখিয়ে একদল দুর্বৃত্ত টমটমটি নিয়ে যায়।