শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

সংসদে নবীগঞ্জ-বাহুবল এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের দাবি জানালেন এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার জাতীয় পার্টির সংসদ সদস্য  জেলা জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রদত্ত বক্তৃতায় সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিচার দাবী করে বলেছেন, এ হত্যার বিচার দেখার জন্য হবিগঞ্জবাসী অপেক্ষায় আছেন। বর্তমান সরকারের আমলেই দ্রুত এ হত্যাকান্ডের বিচার কাজ শেষ করার আহবান জানান তিনি। সংসদে প্রদত্ত ২০ মিনিটের বক্তৃতায় তিনি নবীগঞ্জ ডিগ্রি কলেজ, নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়, বাহুবল ডিগ্রি কলেজ, বাহুবল দীননাথ ইনস্টিটিউট সরকারিকরণের দাবী জানিয়ে বলেন, শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা দূরীকরণে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নবীগঞ্জ-বাহুবল এলাকা নারী শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষাগত প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে যথাযথ ভূমিকা নিয়ে শিক্ষার বিস্তারে অবদান রাখতে হবে। এ ক্ষেত্রে তিনি শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অবকাঠামোগত উন্নয়নের দাবী জানান। তিনি নবীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাসের দাবি জানিয়ে বলেন, গ্যাস নবীগঞ্জবাসীর  অধিকার। এ অধিকার থেকে নবীগঞ্জবাসীকে বঞ্চিত করা যাবে না। তিনি নবীগঞ্জ-বাহুবল এলাকায় যে সব স্থানে বিদ্যুৎ নেই সেসব এলাকায় বিদ্যুত সংযোগের দাবি জানান। তিনি কুশিয়ারা নদীর তীরবর্তী দীঘলবাক গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান। এমপি বাবু নবীগঞ্জ-হবিগঞ্জ ভায়া আউশকান্দি সড়ক পুনঃসংস্কারের দাবী জানান। তিনি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলা নদীর ওপর সেতু নির্মাণ এবং আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামে আরেকটি সেতু নির্মাণের দাবি জানান। বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, দশম সংসদে তারা যে ভূমিকা রেখেছেন তাতে সংসদ শক্তিশালী হয়েছে। জাতীয় পার্টি কার্যকর বিরোধী ভূমিকা পালন করে প্রসংশা অর্জন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com