নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেডিসি পরীক্ষায় শতভাগ সাফল্যের ধারা অব্যাহত রেখে জেলার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে নবীগঞ্জের তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদরাসা। গতকাল প্রকাশিত জেডিসি পরীক্ষার ফলাফলে এ মাদরাসার ৪৬জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১০জন জিপিএ-৫ ও ২৯জন এ এবং ৭জন এ-গ্রেড পেয়েছে। ৩ বছর ধরে জেডিসি পরীক্ষায় এ মাদরাসার পরীক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করে আসছে। এ ছাড়া ৬বছর ধরে আলীম পরীক্ষায়ও একাধিক এ প্লাসসহ শতভাগ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। মাদরাসার অধ্যক্ষ আফজল হোসেন তালুকদার জানান, শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, গভর্নিং বডি ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় জেডিসি পরীক্ষায় এ সাফল্য অর্জিত হয়েছে।